
রঙ নিয়ে খেলবে নাকি?
ভাবছি তোমাদের একটা ঝামেলায় ফেলবো ।
Reddish Green – এই রঙটা কল্পনাতে দেখার চেষ্টা করো। কি পারলে নাকি?
আচ্ছা, যদি ওটা না হয়, Yellowish Blue – এটা একবার চেষ্টা করে দেখতে পারো । কি এটাও হচ্ছেনা ?
জানি তো, হবে না। আমি জেনেই বলেছি এটা তোমায় । না না, রাগ করোনা । আমার কিছু বুঝিয়ে বলার আছে এর পিছনে ।
