যে গান এখন মানুষের হৃদমাঝারে
Updated: May 12
যে গান এখন মানুষের হৃদমাঝারে, সেটা আমার কাছে এখন শুধুই Tribute to AB আর নেই ।
এক লেজেন্ড-কে চোখের জলে পরম শ্রদ্ধায় গান উপহার দিলেন আরেক লিভিং লেজেন্ড। আমি সামনে থেকে দেখেছি প্রতিটা শব্দে সেই কান্না। আমি দেখেছি The Great Boss AB- এর সবচেয়ে একনিষ্ঠ সহযোদ্ধাকে ।
এক মহানায়ক আরেক মহানায়কের জন্যে নিজেকে উজাড় করে দিলেন ।
যখন " কোনো এক পরম বন্ধু " এই গানের মিউজিক ভিডিও নিয়ে আমাদের মহানায়ককে একেবারে শেষ মুহূর্তে প্রতারণা করলেন, আমি, এই আমি নিজে সামনে থেকে তাঁকে বিচলিত, ক্ষুব্ধ হতে দেখেছি । কিন্তু তারপর দেখেছি তাঁকে ঘুরে দাঁড়াতে।
আমাদের কিনে আনা গ্রীন স্ক্রিন নিজে হাতে করে চেয়ারে উঠে দাঁড়িয়ে দেয়ালে এঁটে শ্যুটিং -এর মঞ্চ তৈরী করতে দেখেছি তাঁকে। আমাদের মতো শিষ্যদের সাথে নিজে মাঠে নেমে ভিডিও করার " শেষ চেষ্টার যুদ্ধ " - এ তিনিই ছিলেন নেতা । তাঁর এমন তেজ দেখে ব্যান্ড এর সবচেয়ে কনিষ্ঠ ছেলেটিও সেদিন অবাক চোখে কাজে হাত লাগিয়েছিল। আমি যখন হাতে ক্যামেরা নিয়ে অপটু ভাবে কিছু একটা করার চেষ্টায় মগ্ন, তখন আমার জন্যে বানানো রুটি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের মহানায়ক, আমার টিপু দাদা । এডিটিং -এর উৎকণ্ঠার রাতে, ক্লান্ত মহানায়ক একনাগাড়ে আমায় রাস্তা দেখিয়ে গেছেন পাশে বসে। তাঁর প্রিয় বাচ্চু ভাইকে গান উপহার দেবেন, তাঁর প্রাণপ্রিয় ব্যান্ড-এর ছেলেদের পরিশ্রমের গান, তাঁর প্রিয় অমিত - এর লেখা গান - সেই গানের ভিডিও আটকে থাকবে ?

আটকে থাকেনি । কোনোদিনও আটকাতোই না । এমনই মহানায়ক আমাদের ।
আমি শুধুই স্যার বাচ্চু ভাই কে অর্পণ করে গাইছিলাম এটা পুরোটা সত্যি নয়, আমি আরো এক লেজেন্ডকে উদযাপন করেছি আমার সামান্য চেষ্টায়।
সায়েদ হাসান টিপু Tipu SH এবং Obscure BD
হ্যাঁ, বাংলাদেশে এমন কোনো মানুষ নেই, যারা এই নামগুলো চেনে না । আমি নিজে সেখানে গিয়ে, এই নামের ওজন আর বিস্তার দেখে এসেছি।
আশির দশক থেকে একনাগাড়ে এখনও অবধি, মানুষের মনে, বাংলাদেশের প্রাণে, মাঠে ময়দানে, নতুন ধানের ঘ্রাণে , ঢাকার জ্যামে, নতুন পুরনো প্রেমে, ওই নাম আর তাঁদের গান অমর হয়ে আছে । থাকবে ।
কিন্তু -
আমি এখন সেই মাহাত্ম কীর্তন নতুন করে শোনাবো বলে লিখতে বসিনি।
কিম্বা লিভিং লেজেন্ড টিপু ভাই এর সাথে এক পর্দায় গান গেয়ে হিট হয়ে শুধুই চরম কৃতজ্ঞতায় ভেসে গিয়ে, কিছু লিখতে হবে বলেই লিখতে বসিনি। আমার সঙ্গীত জীবনে ঐশ্বরীক আশীর্বাদ তিনি, এটা আমার চরম সত্য । এখন সেটা আলাদা করে লিখতে আসিনি আমি । আর লেখা আমার কাজ নয়, চাইলে লিখতে পারি এমন Amit Goswami -ও আমি এজীবনে হতে পারবো না ।
আমি লিখছি , শুধু একটা যুদ্ধক্ষেত্রের সাক্ষী ছিলাম বলে , আমি এক মহানায়কের আসল রূপ দেখেছি বলে ।
হে বাংলাদেশ, হে বাঙ্গালী - এই গানে " সোনার গৌর " দুই মহানায়ক-কেই হৃদমাঝারে জড়িয়ে রাখো ।
গানের লিঙ্ক - https://fb.watch/iYBCqVe8N3/?mibextid=RUbZ1f