চেনার মতো চিনলো না কেউ ! গান নয়, আবেগের ভাষা
Updated: May 12
"তাকে কে বুঝেছে ?
খোঁজ রাখে কি তার ?
চেনার মতো চিনলো না কেউ !
কি ভীষন যন্ত্রণার"
কিভাবে লিখলেন এই লাইনগুলো Amit Goswami দাদা? স্যার আইয়ুব বাচ্চু- র গাওয়া গানের ভিতর একটা যন্ত্রণা থাকে, গীটার বাজনায় যেন গুমোট বাঁধা কান্না মুক্তি পেয়ে ঝরে পড়তে থাকে । আর সেই লুকিয়ে রাখা যন্ত্রণাকে কিভাবে ধরে ফেললেন অমিত দা?
Tipu SH দাদা আমার কাছে ঈশ্বর। তিনি যে কেন বাংলা ব্যান্ড- এর ঝকঝকে রাজপুত্র সেটা এই গানের প্রতিটা লাইনে ছড়িয়ে আছে ।
রাজকীয় এই গান ইতিহাস জুড়ে বাচ্চু ভাইয়ের বন্দনা করে যাবে চিরকাল। আমি নিশ্চিত,এই গান AB-কে ছুঁয়ে ফেলেছে তাঁর অন্তরে,হয়তো "চেনার মতো চিনে ফেলেছে" কিছুটা।
আমি এই গানে সামনে বসে , Shawan Mahmud দিদি- কে রেকর্ডিং-এর খেয়াল রাখতে দেখেছি। সুর একটু ওদিক হলেই দিদি সতর্ক করছিলেন। আসলে এই গান তৈরীর সময়টা বড্ডো দামী । আর সেখানে একজন অভিভাবকের দৃষ্টি খুব প্রয়োজন।
আমি Ferdous Akhtar Chondona দিদিকে আবেগে ভাসতে দেখেছি । নিশ্চয় ফিরে আসা স্মৃতি তাকে ভাসিয়ে বেরিয়েছে এই গানের টানে। দিদি, তোমার বাচ্চু , এই দুই বাংলার প্রাণ, যতোদিন বাংলা ভাষা থাকবে, বাচ্চু ভাই গীটার হাতে নেতৃত্ব দিয়ে যাবেন । আমরা আছিতো তাকে নিয়ে গেয়ে যাওয়ার জন্যে।
Obscure ব্যান্ড এর প্রতিটি সদস্য সঙ্গীতের বরপুত্র, ইতিহাস প্রণাম জানাবে, বুকে টেনে নেবে শ্রোতারা।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Shanto Rahman
Binod Roy Das
Sheikh Abir
Tanvirul Islam Zibon
আপনারা অনেক অনেক সুন্দর সব্বাই।
জীবন নিজের গতিতে বয়ে যাবে । আমিও একদিন হারিয়ে যাবো কালের নিয়মে । কিন্তু পৃথিবীর কোনো প্রান্তে যখনই এই গান বেজে উঠবে, আমি . . . ।
আপনারাও শুনবেন দয়া করে -
Link-https://youtu.be/ZX2hwqHGARE
আমি শ্রোতাবন্ধুদের অনুরোধ করবো, এই গান শুনবেন এবং দয়া করে আপনাদের অনুভূতি লিখে পাঠাবেন যদি সম্ভব হয়। অনেক ধন্যবাদ।
