খবরের কাগজে নিজের নাম কার না ভালোলাগে!
Updated: May 12
খবরের কাগজে নিজের নাম কার না ভালোলাগে!
সত্যি কথাটা স্পষ্ট করে বলাই ভালো । সবার ভালো লাগে । পরম শ্রদ্ধেয় স্যার আইয়ুব বাচ্চুকে নিয়ে তৈরি করা গানের প্রচার এখন বাংলাদেশের প্রায় সবকটি খবরের কাগজে । স্বনামধন্য লেখক শ্রী অমিত গোস্বামীর কথায় এই গানের সুর দেওয়ার ভূমিকা ছিল আমার । এই গান সম্পূর্ণভাবে রূপায়ণের দায়িত্বে বাংলাদেশের আরেক মহা বিখ্যাত ব্যান্ড Obscure , যাদের দলপতি বাংলা ব্যান্ড লেজেন্ড স্যার সায়েদ হাসান টিপু । তিনি গাইবেন এবং ব্যান্ডের বাকি সদস্যরা বাজাবেন, এমন ভাবনা নিয়েই শুরু হয়েছিল কাজ । মূলত গায়ক আমি শুধুমাত্র সুর করেই থেমে থাকিনি। শ্রদ্ধেয় টিপু দাদার সাথে গাইলাম আমিও । অভিজ্ঞতায় ক্ষুদ্রতর হলেও মনে মনে ভীষণভাবেই জানতাম এই গান ইতিহাস হতে যাচ্ছে । আর এই ইতিহাসের রচয়িতাদের উজ্জ্বল তালিকায় আমিও থাকবো, এটা আমার কাছে এক পরম আশীর্বাদ ।
তৈরি হওয়া সেই গান ঘিরে বাংলাদেশের গণমাধ্যমে তোলপাড় উঠেছে । তারই কিছু ঝলক শেয়ার করলাম এখনকার এই ব্লগ পোস্টে ।