একটা ছিলো গানের মানুষ
Updated: May 12
স্যার আইয়ুব বাচ্চু মানে গান, মোহময়ী গীটার বাজনা, লাইম লাইট, আলোর রোশনাই, ফ্যানেদের চিৎকার,রেকর্ডের বন্যা, এটাই তো স্বাভাবিক ।
কিন্তু এবার Tipu SH দাদার হাত ধরে পৌঁছে গেলাম সেখানে, সেই আড়ালে, যেখানে -
"দেখোনা কেউ, হাসির শেষে নীরবতা"
তিনি অভিমানে আছেন এখনও,
"বোঝেনা কেউ তো চিনলো না"
Amit Goswami দাদা খুঁজলেন গানে গানে, পৌঁছে গেলেন সেই আড়ালে, যেখানে গীটার এখনও বেজে চলেছে, কেঁদে চলেছে-
" তুমি কেনো বোঝোনা, তোমাকে ছাড়া আমি অসহায়!"
পৌঁছে গেলাম আমিও, গানের হাত ধরে । মনের চোখে জল এলো, অমোঘ সত্যির সামনে দাঁড়িয়ে -
" নিজ ভূবনে, চির:দুখী , আসলে কেউ সুখী নয়,
সুখের পৃথিবী, সুখের অভিনয়-"
গান তখন প্রাণ পেয়েছে । জানিনা কিভাবে গেয়ে ফেললাম, প্রাণের শিল্পীর যন্ত্রণার ঠিকানা পেয়ে -
" তাকে কে বুঝেছে?
খোঁজ রাখে কি তার?
চেনার মতো চিনলো না কেউ,
কি ভীষন যন্ত্রনা !! "
দূরে দাঁড়িয়ে হাসছেন "AB" - রূপোলী গীটার হাতে মহারাজা যেন -
হাসছেন আর গাইছেন, গেয়েই চলেছেন -
"হাসতে দেখো, গাইতে দেখো -"
Shawan Mahmud দিদি তোমাদের মতো মানুষ হতে চাই, মানুষের গান গাইতে চাই ।
Ferdous Akhtar Chondona দিদি, "AB Sir" সবার "বাচ্চু ভাই" আছেন। তোমার সামনে, তোমাদের, আমাদের সকলকে ঘিরে, সুরে গানে, গীটারের তানে, "অবিভক্ত" সোনার বাংলা জুড়ে ।
- ইতি
অনেকের মধ্যে একজন AB ভক্ত 🙏🙏🙏🙏

****************************
এবি'র জন্য অবসকিওরের উপহার -
ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে বহুবার বলা হয়েছে জাদুঘর নির্মাণের কথা। গঠন করা হয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। অনুরোধ করা হয়েছে নানাভাবে সহযোগিতার। এবার সেটার প্রথম পদক্ষেপ নিল ব্যান্ড অবসকিওর।
ব্যান্ডটি আইয়ুব বাচ্চুকে নিয়ে তৈরি করেছে গান। সেটি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্যিক প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হচ্ছে। সেখানকার পুরো রেভিনিউ যাবে এবি ফাউন্ডেশনে, যা ব্যবহার করা হবে আইয়ুব বাচ্চু জাদুঘর তৈরিতে।
‘একটা ছিল গানের মানুষ’ শিরোনামের এ গানটি মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। অবসকিওরের গায়ক ও প্রধান সাইদ হাসান টিপু বলেন, ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনকে এ গানটি অবসকিওর উপহার হিসেবে দিয়েছে। এ গানটি সারা পৃথিবীর যেখানেই আপলোড হবে সেখান থেকে যতটুকু রেভিনিউ আসবে, পুরোটাই যাবে এবি ফাউন্ডেশনে। যেহেতু ফাউন্ডেশনের একটা জাদুঘর তৈরির ইচ্ছা আছে, সেটার প্রথম পদক্ষেপ আমরা নিলাম।’
নতুন গানটির সুর করেছেন ভারতীয় সংগীত পরিচালক দূর্বাদল বিশ্বাস। এর কথা লিখেছেন কবি অমিত গোস্বামী।। কথাগুলো এমন—
একটা ছিল গানের মানুষ, বাঁচত নিজের শর্তে
শব্দ ছোঁয়ায় হৃদয়ে দোলা, লাগিয়ে দিত রক্তে।
সংগীতে আছেন অবসকিওরের সদস্যরা। এর আর্টওয়ার্ক তৈরি করেছেন আবু হাসান।
অবসকিওর প্রধান আরও বলেন, ‘ইউটিউবে আমরা একটি ভিডিও রিলিজ করব। তবে সেটা ১৯ তারিখের পরে। দূর্বাদলসহ অন্যরা ঢাকা আসবেন। তখন একটা ভিডিও নির্মাণ করা হবে। এরপর অবসকিওর ও এবি ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।’
ইতোমধ্যে এবি পরিবারের সঙ্গে পুরো বিষয়টি আলোচনা করা হয়েছে। আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা নিজে পুরো প্রক্রিয়ার সঙ্গে নানাভাবে যুক্ত আছেন। গানটি শুনে আপ্লুতও হয়েছেন তিনি।
গানের তথ্য:
শিরোনাম- একটা ছিল গানের মানুষ
ব্যান্ড- অবসকিওর
লেখা- অমিত গোস্বামী
সুর- দূর্বাদল বিশ্বাস
আর্টওয়ার্ক- আবু হাসান
ইনিশিয়াল রিলিজ- ১৫ ফেব্রুয়ারি
প্ল্যাটফর্ম- স্পটিফাই